ঢাকা | রবিবার
১৩ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ,
৩০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

মূর্তি ভাঙলে দশ বছরের কারাদণ্ডের হুমকি ট্রাম্পের

কোনও স্মৃতিসৌধ কিংবা ভাস্কর্য ভাঙচুরের চেষ্টা করলে তাকে গ্রেফতারের ক্ষমতা অনুমোদনের কথা জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার তিনি বলেন, এই আদেশ পূর্ববর্তী তারিখ থেকে কার্যকর হবে যাতে আগে এই ধরণের কাজে জড়িত ব্যক্তিদের গ্রেফতারের সুযোগ পাওয়া যায়।

পুলিশি হেফাজতে কৃষ্ণাঙ্গ নাগরিক জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ডের জেরে গত ২৫ মে থেকে যুক্তরাষ্ট্র জুড়ে শুরু হয় বর্ণবাদবিরোধী বিক্ষোভ। এই বিক্ষোভের সময় দেশটির বিভিন্ন স্মৃতিসৌধ ও ভাস্কর্য ভাঙচুরের ঘটনা ঘটেছে। বিশেষ করে গৃহযুদ্ধ যুগ কিংবা দাসপ্রথা সংশ্লিষ্ট কিংবা উপনিবেশিক শোষণের স্মৃতি বহন করা স্মারকগুলো আক্রান্ত হয়েছে। আর এবার ইতিহাসের নতুন পাঠে আগ্রহী এসব বিক্ষোভকারীর ওপর চড়াও হওয়ার হুমকি দিলেন ট্রাম্প।

মঙ্গলবার টুইট বার্তায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লিখেছেন, ‘মেমোরিয়াল প্রিজারভেশন অ্যাক্ট অনুযায়ী স্মৃতিসৌধ, মূর্তি কিংবা এই ধরনের কেন্দ্রীয় সরকারের সম্পত্তি ভাঙচুর কিংবা ধ্বংসের দায়ে জড়িত ব্যক্তিদের গ্রেফতার করতে কেন্দ্রীয় সরকারের ক্ষমতা অনুমোদন করেছি।’

আনন্দবাজার/এস.কে

সংবাদটি শেয়ার করুন