গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড বিনোদন বিশ্বে অন্যতম সম্মানজনক একটি পুরস্কার। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের বেভারলি হিলস হোটেলে ৭৭তম আসর বসেছিল চলতি বছরের জানুয়ারিতে। কিন্তু এবার ৭৮ তম আসরের ঘোষণা এলো।
সোমবার হলিউডের প্রেস অ্যাসোসিয়েশন জানায়, করোনার কারণে প্রায় দুই মাস পিছিয়েছে গোল্ডেন গ্লোব এর ৭৮ তম আসর। যা বসবে আগামি বছরের ২৮ ফেব্রুয়ারি। অনুষ্ঠানটি উপস্থাপনায় থাকছেন টিনা ফে এবং অ্যামি পোহেলার।
আশা করা যায়, প্রতি বছরের মতই জমকালো আয়োজনে পালিত হবে এই অ্যাওয়ার্ডস অনুষ্ঠানটি। তবে বর্তমান করোনা ভাইরাস পরিস্থিতে সেটি কতটা সফল হবে তার ধারণা এ বছরের শেষেই পাওয়া যাবে।
আনন্দবাজার/এস.কে