মহামারি করোনা ভাইরাসের কারণে ধস নেমেছে হার্ডওয়্যার ও লিফট ব্যবসায়। বর্তমানে ফ্ল্যাট বিক্রি বন্ধ থাকায় শূন্যের কোটায় নেমে এসেছে আবাসন শিল্পের সঙ্গে যুক্ত এসব পণ্যের বেচাকেনা। ফলে আর্থিক সংকটে অনেক প্রতিষ্ঠানই বন্ধ হওয়ার পথে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, করোনা ভাইরাসের কারণে আটকে রয়েছে আবাসন খাতের ৫৮ হাজার কোটি টাকা। আবাসন শিল্পের সাথে জড়িত ৪৫৮টি বিভিন্ন খাত মিলে প্রায় ৩৫ লাখ মানুষের কর্মসংস্থান রয়েছে। আর এসব শ্রমিকদের অধিকাংশই দৈনিক মজুরী ভিত্তিতে কাজ করতেন। বর্তমানে নির্মাণ কাজ বন্ধ রয়েছে। যার ফলে কর্মহীনশ্রমিকরা পরিবার-পরিজন নিয়ে কষ্টে জীবন যাপন করছে।
রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশনঅব বাংলাদেশ (রিহ্যাব) সভাপতি আলমগীর শামসুল আলামিন কাজল জানান, করোনা ভাইরাসে আবাসন শিল্প উদ্যোক্তাদের ঘুম হারাম হয়েছে। প্রতিষ্ঠান বন্ধ থাকার পরও শ্রমিকদের বেঁচে থাকার স্বার্থে টাকা দিতে হচ্ছে। এমন পরিস্থিতিতে অর্থনীতিতে নতুন টাকার সরবরাহ এবং সরকারি বিনিয়োগ বাড়াতে হবে। এর কারণ, এ খাতে এখন টাকার কোনো সরবরাহ নেই।
আনন্দবাজার/এম.কে