ঢাকা | শুক্রবার
২রা মে, ২০২৫ খ্রিস্টাব্দ,
১৯শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

৪০ লাখ মানুষ করণ-সালমানকে বয়কটের দাবিতে একজোট

সম্প্রতি সুশান্তের মৃত্যুর প্রতিবাদে করণ জোহর, যশরাজ ফিল্মস এবং সুপারস্টার সালমান খানকে বয়কটের ডাক দিয়ে স্বাক্ষর সংগ্রহের কাজ শুরু হয়েছে অনলাইনে। ইতোমধ্যে একটি প্রতিবেদনও দেওয়া হয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়, অনলাইনে এখন পর্যন্ত ৪০ লাখের বেশি মানুষ স্বাক্ষর করেছেন। করণ জোহরের ধর্ম প্রডাকশন, যশরাজ ফিল্মস এবং সালমান খান ও তাঁর প্রযোজনা সংস্থা এসকেএফের চলচ্চিত্র যেন মানুষ আর না দেখেন, সেই কারণে একজোট হতে শুরু করেছেন নেটিজেনদের একটি অংশ।

জানা গেছে, বিহারের পাটনায় যেখানে সুশান্তের গ্রামের বাড়ি, সেখানে সালমান খানের বিয়িং হিউম্যান স্টোর ভাঙচুর করা হয়েছে।  সালমান খানের বিপক্ষে স্লোগান দিতে শুরু করেন সুশান্তের অনুরাগীরা। সেই সাথে যেসব দোকানের উপরে সালমান খানের ব্যানার-পোস্টার রয়েছে, তাও সরিয়ে দেওয়ার আদেশ দেওয়া হয়েছে দোকান মালিকদের।

আনন্দবাজার/এইস এস কে

সংবাদটি শেয়ার করুন