স্বর্ণ বাজারে নতুন রেকর্ড। ভরিতে প্রায় সাড়ে ৫ হাজার টাকা বেড়ে ৭০ হাজার টাকায় পৌঁছালো স্বর্ণের ভরি। আগামী মঙ্গলবার (২৩ জুন) থেকে এ দাম কার্যকর হবে।
আজ (২২ জুন) বাংলাদেশ জুয়েলারী সমিতির এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সর্বশেষ গত ১৮ মে স্বর্ণের দাম বাড়ানো হয়েছিল। বাজুসের সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এদিকে আন্তর্জাতিক বাজারে (দুবাই) সোমবার প্রতি গ্রাম সোনার দাম হয়েছিল ৫৩ দশমিক ১৬ ডলার। এ হিসেবে স্থানীয় মুদ্রায় প্রতি ভরি স্বর্ণের দাম পড়ে ৫২ হাজার ৭০৪ টাকা। কাজেই দাম কমার পরেও দুবাইয়ের সাথে বাংলাদেশি বাজারে ভরিতে পার্থক্য প্রায় ১৭ হাজার টাকা। অর্থাৎ সোনার বাজারে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে।
নির্ধারিত নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ৬৯ হাজার ৮৬৭ টাকা। সোমবার যার দাম ছিল ৬৪ হাজার ১৫২ টাকা। সে হিসাবে ভরিতে দাম বেড়েছে প্রায় সাড়ে ৫ হাজার টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরিতে ৬১ হাজার ৮১৯ টাকা দর বেড়ে ৬৬ হাজার ৭১৮ টাকায় বিক্রি হবে। এ হিসাবে ভরিতে দাম বেড়েছে প্রায় ৫ হাজার।
আর ১৮ ক্যারেটের সোনা প্রতি ভরিতে ৫৬ হাজার ৮০৩ টাকা থেকে বেড়ে বিক্রি হবে ৫৭ হাজার ৯৭০ টাকায়। ফলে প্রতি ভরিতে দাম বেড়েছে এক হাজার ১৬৭ টাকা।
আনন্দবাজার/তা.তা