আল-কায়েদার সাবেক প্রধান নেতা ওসামা বিন লাদেনকে হত্যার জন্য পরিচালিত ‘অপারেশন নেপচুন স্ফিয়ারে’ মার্কিন নেভি সিল কম্যান্ডো বাহিনীর সঙ্গী ছিল ‘কায়রো’ নামের বেলজিয়ান ম্যালিনয় প্রজাতির একটি কুকুর। এবার ভারতের অংশের সুন্দরবনে চোরা শিকারিদের তৎপরতা রুখতে বন দপ্তরের কুকুর বাহিনীতে যোগ দিবে ওই প্রজাতির কুকুর।
গতকাল শনিবার পশ্চিমবঙ্গের প্রধান বন কর্মকর্তা রবিকান্ত সিনহা বলেন, মধ্যপ্রদেশের গ্বালিয়রে বিএসএফ পরিচালিত ‘ন্যাশনাল ট্রেনিং সেন্টার ফর ডগস’-এ সফল প্রশিক্ষণপর্বের শেষে শনিবার কলকাতার উদ্দেশে রওনা দিয়েছে সায়ানা এবং অরল্যান্ডো নামে আরো একটি ম্যালিনয়। রোববার গভীর রাতে তাদের সল্টলেকের বন্যপ্রাণী উদ্ধারকেন্দ্রে পৌঁছনোর কথা। সেখান থেকে সায়নাকে সুন্দরবনে এবং অরল্যান্ডোকে উত্তরবঙ্গের গরুমারা জাতীয় উদ্যানে পাঠানো হবে।
তিনি আরও বলেন, এবারের ব্যাচে বিএসএফের ট্রেনিং সেন্টারে মাস ছয়েক ধরে প্রায় ৪০টি কুকুর প্রশিক্ষণ নিয়েছিল। সায়ানা তাদের মধ্যে সেরা নির্বাচিত হয়েছে।
প্রসঙ্গত, ২০১১ সালে পাকিস্তানের অ্যাবোটাবাদে মার্কিন নেভী সিলের অপারেশনে নিহত হয়েছিলেন লাদেন। তাকে প্রথম ট্র্যাক করেছিল সায়ানার পূর্বপুরুষ। লাদেন ছাড়াও গত বছর সিরিয়ার ইদিলিবে আইএস নেতা আবু বকর আল বাগদাদিকে খুঁজে বের করার অভিযানেও মার্কিন ডেল্টা ফোর্সের সঙ্গী ছিল কোনান নামে একটি ম্যালিনয়। মার্কিন বাহিনীর ঘেরাটোপে পড়ে আত্মঘাতী হন বাগদাদি। আফগানিস্তান ও ইরাক যুদ্ধে লুকনো ল্যান্ডমাইন, বুবিট্র্যাপ খুঁজতে এই কুকুরই ভরসা ছিল ন্যাটো বাহিনীর।
আনন্দবাজার/টি এস পি