সম্প্রতি সরকারি মালিকানাধীন ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকার আগ্রহে ব্যক্তিগত হস্তক্ষেপ কামনা করে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব বরাবর চিঠি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সচিব ড. মো. জাফর উদ্দীন।
ওই চিঠিতে বাণিজ্য সচিব জানান, আমরা সকলেই জানি যে, বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিণত হতে যাচ্ছে। দেশের অর্থনীতি পর্যায়ে সরকারি, বেসরকারি সব সেক্টরের অবদান অনস্বীকার্য। অর্থনীতির চালিকা শক্তি দেশের অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক বাণিজ্য। উভয় বাণিজ্য সম্প্রসারণে যেমন আর্থিক প্রতিষ্ঠানগুলো অর্থ যোগাচ্ছে একইভাবে বাণিজ্য সম্প্রসারণে রফতানি বৃদ্ধি, অভ্যন্তরীণ বাণিজ্য ব্যবস্থাপনা এবং আমদানি নিয়ন্ত্রণ ইত্যাদি ব্যাপারে বাণিজ্য মন্ত্রাণালয় কাজ করে যাচ্ছে।
এ ব্যাপারে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহ উদ্দিন আহমেদ জানান, ব্যাংকের পরিচালনা পরিষদে ব্যাবসা-বাণিজ্যে যারা এক্সপার্ট বা ভালো জ্ঞান রাখে তাদের নিয়োগ দেয়াই উচিত। তবে বাণিজ্য মন্ত্রণালয়ের লোকজন ব্যাবসা-বাণিজ্য নিয়ে কাজ তাই তাদের প্রস্তাবটাও ভ্যালিড।
আনন্দবাজার/এইচ স কে