ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

নড়াইলে বাড়ি বাড়ি গিয়ে ধান সংগ্রহ করে অনলাইনে ক্রয় প্রশাসনের

নড়াইলের কৃষকদের দুর্দশা কাটাতে অনলাইনে ধান ক্রয় করে বাড়ি বাড়ি গিয়ে সংগ্রহ করছেন প্রশাসন। এই উদ্যোগে হাত নিয়েছেন সংসদ সদস্য মাশরাফি বিন মোর্ত্তজা। ধানের বাজার নিয়ে চিন্তিত কৃষকরা সরকার নির্ধারিত মূল্যে ধান বিক্রি করে এখন অনেকটাই স্বস্তিতে।

করোনা এবং আমপানের ঝড় সামলে বোরো ধান ঘরে তুললেও বিক্রি করা নিয়ে সংশয়ে ছিলেন নড়াইলের কৃষকরা। ইতোমধ্যে অনেকেই স্থানীয় হাট বাজারে তাদের ধান বিক্রি করলেও পাচ্ছেন না নায্যমূল্য।

কৃষকদের এই দূরবস্থা নির্মূল করতে অনলাইনে ধান কেনার উদ্যোগ নেয় প্রশাসন। এই উদ্যোগে পরিবহণ দিয়ে সহায়তা করছেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা।ন

জানা গেছে, মোবাইল অ্যাপস এর মাধ্যমে ১ হাজার ৪০ টাকা মণ দরে বাড়ি বাড়ি গিয়ে ধান সংগ্রহ করছে খাদ্য বিভাগ। এতে কৃষকদের পরিবহণ খরচও বেঁচে যাচ্ছে।

এই ব্যাপারে নড়াইল জেলা খাদ্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিএফও শেখ মনিরুল ইসলাম জানান, আমরা বাড়ি থেকে ধান সংগ্রহ করে তাদের হাতেই চেক দিয়ে দিচ্ছি। এ জন্য আমাদের সংসদ সদস্য পরিবহণের ব্যবস্থা করে দিয়েছেন।

সরকারের নির্দেশনা এবং সংসদ সদস্যর সহযোগিতায় ধান কেনার এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক আনজুমান আরা। তিনি জানান, প্রত্যেক উপজেলায় আমরা অনলাইনের মাধ্যেম ধান সংগ্রহ করছি এবং এখন পর্যন্ত সদর থেকে প্রায় ৩৮শ মণ ধান সংগ্রহের পরিকল্পনা করেছি।

আনন্দবাজার/এইচ এস কে

সংবাদটি শেয়ার করুন