সপ্তাহ ব্যাবধানে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মাসিটিক্যালস লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ২৯ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। এ তথ্য পাওয়া গেছে ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা থেকে।
গত এক সপ্তাহে কোম্পানিটি মোট ৪৬ লাখ ২৪ হাজার টি শেয়ার হাতবদল করেছে।
অপরদিকে তালিকার দ্বিতীয় স্থানে আছে লিন্ডে বাংলাদেশ লিমিটেড। কোম্পানিটি গত এক সপ্তাহে ১ লাখ ৩৪ হাজার ৪৬০টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৭ কোটি ৪৫ লাখ টাকা।
আর তালিকার তৃতীয় অবস্থানে আছে ইন্দো-বাংলা ফার্মাসিটিক্যালস। কোম্পানিটি গত এক সপ্তাহে ৪৬ লাখ ৪ হাজার ৩৫৩টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৯ কোটি ২২ লাখ টাকা।
লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ন্যাশনাল ব্যাংক, রেকিট বেনকিজার, বাংলাদেশ সাব-মেরিন ক্যাবল কোম্পানি, বেক্সিমকো, সেন্ট্রাল ফার্মা, এক্সিম ব্যাংক ও স্কয়ার ফার্মাসিটিক্যালস লিমিটেড।
আনন্দবাজার/এফআইবি