ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

এক মাসের ব্যবধানে আবারও হালদায় মা মাছের ডিম

দক্ষিণ এশিয়ায় রুই জাতীয় মাছের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে মাত্র এক মাসের ব্যবধানে আবারও ডিম দিয়েছে মা মাছ। গতকাল শুক্রবার ভোরে হালদা নদীর বারইঘোনা ও ছায়ারচর নামক এলাকায় এ ডিম ছাড়া হয় বলে জানান স্থানীয়রা।

গত ২২ মে হালদা নদী থেকে রেকর্ডসংখ্যক ২৫ হাজার ৫৩৬ কেজি ডিম সংগ্রহ করা হয়। যা গত এক যুগের সর্বোচ্চ। তবে, ডিম সংগ্রহকারীরা জানান দ্বিতীয়বার ডিমের সংখ্যা বেশি নয়।

হালদা নদীর অভিজ্ঞ ডিম সংগ্রহকারী জানান, ‘পূর্বে একসময় তিন বার মা মাছ ডিম দিত। জলবায়ু পরিবর্তনসহ নানা কারণে এখন সেটা আর হয়না।’

‘গতকাল হালদা নদীর দুই পয়েন্টে মা মাছ ডিম দিয়েছে। যদিও পরিমাণে খুবই অল্প, কিন্তু সেটাও আশা জাগানিয়া ঘটনা’, বলেন তিনি।

আজ গভীর রাতে ডিম সংগ্রহকারীরা ৩০টির মতো নৌকা নিয়ে ডিম সংগ্রহ করতে নেমেছেন। সর্বোচ্চ ১০ বালতি বা ১০০ কেজির মতো ডিম হবে বলে ধারণা ডিম সংগ্রহকারীদের ।

জেলা মৎস্য কর্মকর্তা লাভলি আক্তার জানান, ‘হালদায় শেষ রাতে মা মাছ ডিম দিয়েছে। এটা দেখতে নমুনা ডিমের মতো। আমরা নদীতে আছি। হিসাব করলে বলতে পারব কী পরিমাণ ডিম দিয়েছে।’

আনন্দবাজার/এফআইবি

সংবাদটি শেয়ার করুন