মোবাইলে কথা বলার সর্বাধুনিক প্রযুক্তি ভয়েস ওভার এলটিই বা ভোল্টি চালু করতে যাচ্ছে গ্রামীণফোন। ফোরজি বা এলটিই নেটওয়ার্কে কথা বলার প্রযুক্তি হলো এই ভয়েস ওভার এলটিই বা ভোল্ট।
আজ শনিবার নিজেদের ফেইসবুকে পেইজে নতুন কিছু আসার ঘোষণা দেয় গ্রামীণফোন। জানা গেছে আজই এই সেবা আনার ঘোষণা দিতে যাচ্ছে গ্রামীণফোন।
জানা যায়, ভোল্টিতে এইচডি ক্রিস্টাল ক্লিয়ার মানে কথা বলা যায়। যা অডিও-ভিডিও দুটিতেই উপভোগ করা যায়৷ সাধারণত মোবাইল নেটওয়ার্কে কল করলে তা কানেক্ট হতে ৯ হতে ১১ সেকেন্ড সময় নেয়। তবে ভোল্টিতে সময় লাগে দু-তিন বা চার সেকেন্ড। সাধারণ নেটওয়ার্কে মোবাইলে ভয়েসে আসা-যাওয়ার মাঝখানে যে ডিলে থাকে সেটি ভোল্টিতে থাকবে না। কথা বলতে গিয়ে কেটে কেটে যাওয়ার বিষয়টি একদম থাকে না। কলড্রপ হয় কম এবং মোবাইলের ব্যাটারির চার্জ খরচ হয় অনেক কম। প্রচলিত সুইচ প্রযুক্তির বদলে এই প্রযুক্তিতে ভয়েস কল প্রতি অপারেটরগুলোর খরচও কম পড়ে।
এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে গ্রাহকদের এই সেবা দেয়া শুরু করে রবি। এবার গ্রামীণফোন এই সেবা আনায় গ্রাহকরা ব্যাপকভাবে এই সুবিধা পাবেন। কারণ এক অপারেটর হতে অন্য অপারেটরে ভোল্টিতে কথা বলতে হলে দুই অপারেটরেই ভোল্টি সুবিধা থাকতে হয়।
আনন্দবাজার/টি এস পি