নভেল করোনাভাইরাসের কারণে আমাদের জীবনযাত্রায় নতুন করে যোগ হয়েছে বেশ কিছু জিনিস। যেগুলো আগে থাকলেও গুরুত্ব ছিল না তেমন। যার অন্যতম হচ্ছে মাস্ক। এবার ফ্যাশনেও যুক্ত হচ্ছে মাস্ক।
সম্প্রতি ভারতীয় ফ্যাশন উইকের মঞ্চে দূষণ থেকে বাঁচার উপায় হিসেবে মডেলদের মুখে মাস্ক পরিয়েছিলেন ডিজাইনার অভিষেক। মাস্ক ব্যবহার সম্পর্কে মানুষকে সচেতন করেও তুলতে চেয়েছেন তিনি।
তিনি বলেন, আগামী দিনে মাস্কের গুরুত্ব অনেক বাড়বে। লোকে হ্যান্ডব্যাগ, ওয়ালেট কেনার মতো করে মাস্ক কিনবে।
জনপ্রিয় ব্র্যান্ড লুবনান ট্রেড কনসোর্টিয়ামের পরিচালক মনিরুল হক খান বলেন, করোনার জন্য দেশের না শুধু, বিশ্বের ফ্যাশন ইন্ডাস্ট্রি ক্ষতির মুখে পড়েছে। আর গতানুগতিক পোশাকের বাইরে গিয়ে মানুষের জীবন রক্ষায় প্রয়োজন ও ফ্যাশন দু’টিই রক্ষা হয়, এই বিষয়গুলো নিয়ে এখন থেকেই ভাবতে হবে। যেহেতু এখন সবাই মাস্ক ব্যবহার করছেন, এটি অবশ্যই স্বাস্থ্যকর ও আরামদায়ক কাপড়ে তৈরির কথা সব হাউসই ভাবছে।
এ ব্যাপারে বিশেষজ্ঞরা বলেন, মাস্ক যেন পরা হয় অবশ্যই মহামারিতে সুরক্ষার কথা মাথায় রেখে। কাপড় দিয়ে তৈরি মাস্কও তিন লেয়ারের হতে হবে। আর এটি দিয়ে মুখ-নাক ঠিকভাবে ঢেকে রাখতে হবে। একটি মাস্ক একাধিকবার ব্যবহার করতে হলে অবশ্যই নিয়মিত পরিষ্কার করতে হবে।
আনন্দবাজার/টি এস পি
