ঢাকা | রবিবার
১৩ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ,
৩০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

করোনা আক্রান্তের ফোন চুরি করে আইসোলেশনে চোর!

হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি থাকা করোনা রোগীর মোবাইল ফোন চুরি করায় আইসোলেশনে যেতে হয়েছে চোরকে। ঘটনাটি ঘটেছে ভারতের আসামে। জানা যায়, গত সোমবার রাত ১টায় আসামের চিরাং জেলার জেএসবি সিভিল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ঢুকে পড়ে ২২ বছর বয়সী পাপ্পু বর্মন। এবং সেখানে ভর্তি থাকা এক করোনা রোগীর স্মার্টফোন চুরি করে সে। পরে গত বুধবার পুলিশ তাকে গ্রেফতার করে এবং ওই হাসপাতালে কোয়ারেন্টিনে রাখে।

হাসপাতালের সুপার মনোজ দাস বলেন, আমরা কখনো ভাবিইনি কেউ আইসোলেশন ওয়ার্ডের ভিতরে যাওয়ার সাহস করবে। আমরা আরো শকড, কারণ যে রোগীর মোবাইল ফোন চুরি করা হয়েছে তিনি করোনা পজিটিভ হওয়ার সঙ্গে তার অবস্থাও বেশ সংকটজনক। আমাদের আশঙ্কা মোবাইলেও করোনাভাইরাস ছিল। যতদিন না পাপ্পুর সোয়াব পরীক্ষার ফল আসছে, ওকে কড়া নজরে রাখা হবে।

চিরাং-এর পুলিশ সুপার সুধাকর সিং বলেন, আমরা স্বাস্থ্য দপ্তর এবং স্থানীয় প্রশাসনকে গোটা বিষয়টা জানিয়েছি। তারাই বাকি জিনিসের খেয়াল রাখবে। তারই খতিয়ে দেখবে পাপ্পু কার কার সঙ্গে মিশেছে। তাদের চিহ্নিত করে সোয়াব পরীক্ষার জন্যে পাঠানো হবে।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন