ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

সংগীত জগতেও আত্মহত্যার ঘটনা ঘটতে পারে : সোনু নিগম

শুধু বলিউডের অভিনয় জগত নয়, সংগীত জগতেও রয়েছে স্বজনপোষণ নীতি। এমন মন্তব্য করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী সোনু নিগম। নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত একটি ভিডিওতে এসব কথা বলেন তিনি।

ভিডিওতে সোনু বলেন, এই মুহূর্তে গোটা ভারত অনেককিছুর মধ্যে দিয়ে যাচ্ছে। এক সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর মানসিক ও আবেগের চাপ রয়েছে। এটাই স্বাভাবিক, চোখের সামনে একটা তরতাজা প্রাণ চলে যাওয়াটা মানা কঠিন। যদি কেউ এটাতে প্রভাবিত না হয়, তাহলে বলতে হবে সে খুবই নিষ্ঠুর। আমিও একজন মানুষ, আমার উপরও প্রভাব পড়েছে।

তিনি আরও বলেন, আমি মিউজিক কোম্পানিদের কিছু অনুরোধ করতে চাই। আজ সুশান্ত সিং রাজপুতের মৃত্যু হয়েছে, কাল কোনও গায়ক, কোনও সংগীত পরিচালক, গীতিকার, সুরকারের সঙ্গেও এমনটা ঘটতে পারে। ফিল্মের থেকেও বড় মাফিয়া সংগীত জগতে রয়েছে। আর এটা দুর্ভাগ্যজনক। আমি এটা বুঝি যে ব্যবসা করাটাও দরকার। তবে অনেকেই ভাবেন আমিই রাজত্ব করব। আমার তো ভাগ্য ভালো যে আমি অতটাও প্রভাবিত হইনি। অনেক অল্প বয়সে এসেছিলাম। কিন্তু যারা নতুন আসছে, তাদের জন্য সময়টা কঠিন। এটা নিয়ে অনেকেই আমার কাছে ক্ষোভ প্রকাশ করেন। অনেক ক্ষেত্রে মিউজিক ডিরেক্টর কাজ করতে চায়, প্রযোজক কাজ করতে চায়, অথচ শেষ সময় মিউজিক কোম্পানিতে গিয়ে আটকে যায়।

সোনু নিগম বলেন, আমি বুঝি আপনারা সবকিছু নিজেদের আয়ত্তে রাখতে চান, তবে এমনটা করবেন না, আশীর্বাদ, অভিশাপের একটা ব্যাপার রয়েছে। আমাদের মিউজিক ইন্ডাস্ট্রিতে দুটো কোম্পানির হাতেই সমস্ত ক্ষমতা রয়েছে। ওরাই ঠিক করেন, কে গাইবে আর কে গাইবে না। আমার তো কপাল ভালো আমি অনেক আগেই বেরিয়ে গেছি। তবে এসব কারণে, নতুন গায়ক, সংগীত পরিচালকরা অবসাদে ভোগেন। যদি ওনাদের কিছু হয়, তাহলে কিন্তু আপনাদের উপরও প্রশ্ন উঠবে।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন