ভারত-চীন সংঘর্ষের পর গলওয়ান উপত্যকায় এবার যুদ্ধবিমান নামাতে শুরু করেছে ভারতীয় সামরিকবাহিনী।
দেশটির বিমানবাহিনীর প্রধান আর কে এস ভাদুরিয়া দু’দিনের ঝটিকা সফরে লে ও শ্রীনগরের বিমানবাহিনীর ঘাঁটি পরিদর্শন করার পরই এ তৎপরতা শুরু হয়।
অপরদিকে দিকে চূড়ান্ত সতর্কবার্তা পাঠানো হয়েছে বিমানবাহিনীকে। যে কোনও রকম পরিস্থিতির জন্য তৈরি থাকতে আদেশ দেওয়া হয়েছে। একইসাথে ফরওয়ার্ড বিমানঘাঁটিগুলিতে যুদ্ধবিমান মোতায়েন করে প্রস্তুত করে রাখা হয়েছে।
ভারতীয় সেনাবাহিনী সূত্রের বরাত দিয়ে আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, ভারতের দিকে কয়েক কিলোমিটার ঢুকে এসে অস্থায়ীভাবে আস্তানা গেড়েছে চীনের সেনা। সোমবার রাতের সংঘর্ষের পর দু’দেশের মাঝে একাধিক বার মেজর জেনারেল পর্যায়ের বৈঠক হয়েছে। এতেও চীনা বাহিনী ওই অঞ্চল ছাড়তে নারাজ। সেনা ও কূটনৈতিক পর্যায়ে বৈঠকের মাধ্যমে সেই সংকট কাটানোর চেষ্টা যেমন চলছে, একইভাবে সামরিক প্রস্তুতিও চলছে জোরালোভাবে।
সোমবার রাতে গলওয়ান উপত্যকায় ভারত এবং চিনের সেনা সংঘর্ষে ভারতের দিকে এক কর্নেলসহ ভারতের ২০ সেনা সদস্য নিহত হন। তারপর থেকেই গলওয়ান উপত্যকায় চরম উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
আনন্দবাজার/এফআইবি