ঢাকা | রবিবার
২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

বেনাপোল স্থলবন্দর দিয়ে পচনশীল পণ্য আমদানি শুরু হয়েছে

করোনার কারণে দীর্ঘ তিন মাস বন্ধ থাকার পর বেনাপোল স্থলবন্দর দিয়ে খাদ্যদ্রব্য জাতীয় কাঁচামাল আমদানি আবারও শুরু হয়েছে।

বৃহস্পতিবার রাতে ৪০ ট্রাক পচনশীল পণ্য বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে।

বেনাপোল চেকপোস্ট কাস্টমস কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা নাসিদুল হক বলেন, আমদানি করা পণ্যের মধ্যে পেঁয়াজ, ডালিম, পান এবং মাছ আছে। রাতে কিছু পণ্য খালাশ হলেও শুক্রবার সকালে অধিকাংশ পণ্য খালাশ হয়ে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছে ।

বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সুজন বলেন, দীর্ঘদিন পর আমদানি শুরু হওয়ায় সবার মধ্যে স্বস্তি ফিরেছে।

করোনার প্রভাবে গত ২২ মার্চ থেকে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতের সাথে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি বন্ধ করা হয়। পরে ৭ জুন সাধারণ পণ্যের আমদানি শুরু হলেও খাদ্যদ্রব্য জাতীয় পচনশীল পণ্যের আমদানি বন্ধ ছিল।

আনন্দবাজার/এফআইবি

সংবাদটি শেয়ার করুন