ঢাকা | রবিবার
২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

আটক কৃত ১০ ভারতীয় সেনাকে ছেড়ে দিয়েছে চীন

লাদাখ সীমান্তে ভারত-চীন সংঘর্ষে আটককৃত ১০ ভারতীয় সেনাকে ছেড়ে দিয়েছে চীন। গত সোমবার (১৫ জুন) রাতে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ভারতীয় ২৩ সেনা নিহত হওয়ার পাশাপাশি ভারতীয় সেনার পক্ষ থেকে জানানো হয় ৭৬ গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এমন তথ্যই জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

সেনাবাহিনীর বেশ কয়েকটি সূত্রের বরাত দিয়ে ‘দ্য হিন্দু’ পত্রিকা জানিয়েছে, ছাড়া পাওয়া সেনা সদস্যের মধ্যে একজন লেফটেন্যান্ট-কর্ণেল ও তিনজন মেজর পর্যায়ের কর্মকর্তা। তবে ভারত সরকার এই খবর সম্পর্কে নিশ্চিত করে এখনও কিছু জানায়নি। ভারতীয় সেনাবাহিনীর কোনো সদস্য নিখোঁজ সেই তথ্য এখনো নিশ্চিত করে বলেনি ভারত সরকার।
সংঘর্ষের পর শান্তি রক্ষায় দুই পক্ষের সামরিক পর্যায়ে দফায় দফায় বৈঠকের পর ২ মেজর সহ ১০ বন্দি সেনার মুক্তি দিল চীন। বৃহস্পতিবার তাদের মুক্তি দিয়েছে চীন।

বৃহস্পতিবার (১৮ জুন) সন্ধ্যায় ভারতের প্রকৃত নিয়ন্ত্রণরেখার এ পারে অর্থাৎ ভারতের মাটিতে ফিরে এসেছেন। তারপর তাদের সবাইকে স্বাস্থ্য পরীক্ষার জন্য পাঠানো হয়েছে এবং তাদের জ্ঞিজাসাবাদ করেছেন কর্মকর্তারা, বিবিসি সূত্রে জানা গেছে।

আনন্দবাজার/তা.তা

সংবাদটি শেয়ার করুন