সম্প্রতি না ফেরার দেশে চলে গেলেন চলচ্চিত্র নির্মাতা সাচিদানন্দন। মাত্র ৪৮ বছর বয়সে চিরবিদায় নিলেন এই পরিচালক।
গতকাল বৃহস্পতিবার কেরালার ত্রিশুরের জুবিলি মিশন হাসপাতালে মারা যান মালায়লাম ছবির এই পরিচালক। সংবাদ মাধ্যমকে সাচিদানন্দনের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন হাসপাতালের সিইও ডা. বেনি জোসেফ।
জানা গেছে, গত মঙ্গলবার হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। দুই দিন সিসিইউ-তে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে হার মানেন তিনি।
বক্স অফিসে ব্লকবাস্টার হয়েছিলো ‘আয়াপ্পানাম কোশিয়াম’ সিনেমাটি। তামিল, তেলেগু এবং হিন্দি ভাষায় সিনেমাটি রিমেকের প্রক্রিয়াও শুরু হয়। কিন্তু এরই মাঝে চলে গেলেন নির্মাতা।
আনন্দবাজার/এইচ এস কে