ঢাকা | সোমবার
২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশি পণ্যের ৯৭ শতাংশে করমুক্ত সুবিধা দিল চীন

সম্প্রতি বাংলাদেশি পণ্যের ৯৭ শতাংশে শুল্কমুক্ত সুবিধা দিল চীন সরকার। চলতি বছরের আগামী ১ জুলাই থেকে এ সুবিধা পাবে বাংলাদেশ।

গতকাল বৃহস্পতিবার (১৮ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সরকারের অর্থনৈতিক কূটনীতির অংশ হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ সুবিধা দেওয়ার অনুরোধ জানিয়ে চীন সরকারকে চিঠি দেওয়া হয়।

সেই অনুরোধের পরিপ্রেক্ষিতে চীনের স্টেট কাউন্সিলের ট্যারিফ কমিশন এই সুবিধা দিয়ে একটি নোটিশ জারি করে। সল্প উন্নত দেশ হিসেবে বাংলাদেশকে এ সুবিধা দেওয়া হচ্ছে। বাংলদেশি ৫১৬১টি পণ্য এ করমুক্ত সুবিধার আওতায় থাকবে।

বাংলাদেশ এরইমধ্যে চীন থেকে ‍এশিয়া প্যাসিফিক ট্রেড এগ্রিমেন্টের আওতায় ৩০৯৫ পণ্যের উপর করমুক্ত সুবিধা ভোগ করছে। ওই সুবিধার বাইরে বাংলাদেশের রফতানি পণ্যের উপর এই ৯৭ শতাংশই করমুক্ত সুবিধা পাবে। তাই করমুক্ত সুবিধার আওতায় বাংলাদেশকে চীনের পক্ষ থেকে ৮২৫৬ পণ্যের উপর করমুক্ত সুবিধা দেওয়া হলো।

আনন্দবাজার/এইচ এস কে

সংবাদটি শেয়ার করুন