ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

নিউজিল্যান্ডে শক্তিশালী ভূমিকম্প

শক্তিশালী ভূমিকম্প হয়েছে নিউজিল্যান্ডে। রিখটার স্কেলে ৭ দশমিক ৪ ছিল এর মাত্রা। স্থানীয় সময় আজ দেড়টার দিকে এ ভূমিকম্প আঘাত হেনেছে। এই ঘটনার ফলে নিউজিল্যান্ড ও এর পার্শ্ববর্তী পর্যটন হটস্পট ফিজি ও ভানুয়াতুতে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

দ্য প্যাসিফিক সুনামি সতর্ককারী সেন্টার জানায়, ভূমিকম্পের প্রভাবে ফিজি, কার্মাদেক দ্বীপ, নিউ ক্যালেডোনিয়া, নিউজিল্যান্ড, নাইয়ু, টোঙ্গা ও ভানুয়াতে সুনামি হতে পারে।

সংস্থাটির প্রাথমিক তথ্য অনুযায়ী, কার্মাদেক দ্বীপের দক্ষিণে এবং নিউজিল্যান্ডের উত্তর দ্বীপ থেকে ৮০০-১০০০ কিলোমিটার উত্তর-পূর্বে ভূমিকম্পটির উৎপত্তি হয়েছে।

ভূমিকম্পের ফলে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা জানা যায়নি। নিউজিল্যান্ড কর্তৃপক্ষ এরই মধ্যে তাৎক্ষণিক বিবৃতি দিয়ে সবাইকে সতর্ক করেছে।

আনন্দবাজার/এস.কে

সংবাদটি শেয়ার করুন