জাকির নায়েকের বিরুদ্ধে সর্বশেষ অভিযোগ হল, ফেব্রুয়ারির রায়টে ইন্ধনদাতা এক ব্যক্তির সাথে বিতর্কিত এই ইসলামবিদ দেখা করেছিলেন৷ নতুন দিল্লি তাকে ফেরত চেয়ে কুয়ালালামপুরের কাছে আহ্বান জানিয়েছে৷
ভারতীয় সংবাদমাধ্যম দ্য কুইন্টের এক প্রতিবেদনে পুলিশের একটি আবেদনের ভিত্তিতে বলেছে, খালিদ সাইফি নামের এক ব্যাক্তি গত ফেব্রুয়ারির দিল্লি রায়টের সন্দেহভাজন ইন্ধনদাতার সাথে দেশের বাইরে দেখা করেছিলেন৷ সাইফি তার এজেন্ডা ছড়িয়ে দিতেই নায়েকের সহযোগিতা চেয়েছিলেন৷ ১৫ জুন এই আবেদন দাখিল করেছে পুলিশ৷
এর আগে গত ১৪ মে নায়েককে মালয়শিয়ার কাছ থেকে ফেরত চায় ভারত। রক্ষণশীল এই ভারতীয় ইসলাম প্রচারক তিন বছরেরও বেশি সময় ধরে দক্ষিণপূর্ব এশিয়ার দেশটিতে পলাতক অবস্থায় রয়েছেন৷ এবং সেখানে তার স্থায়ীভাবে থাকার অনুমতি রয়েছে৷
এদিকে জাকির নায়েকের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ রয়েছে৷ যার মধ্যে সবচেয়ে বড় অভিযোগটি প্রায় আড়াইশ কোটি টাকার মানি লন্ডারিংয়ের অভিযোগ৷ এছাড়া নানা সময়ে তার বিরুদ্ধে উস্কানিমূলক কথা বলার অভিযোগও উঠেছে৷ তবে শুরু থেকে সব অভিযোগই অস্বীকার করে এসেছেন তিনি৷
২০১৬ সালের জুলাই মাসে ঢাকায় হলি আর্টিজানের ঘটনায় হামলাকারীদের দু’জন নিব্রাস ইসলাম ও রোহান ইমতিয়াজ তার বক্তব্যের দ্বারা প্রভাবিত ছিল বলেও অভিযোগ রয়েছে৷ তবে এই অভিযোগও তিনি বরাবরই অস্বীকার করে আসছেন৷
এ ঘটনার পরপরই তার প্রতি আন্তর্জাতিক মহলের নজর পড়ে৷ সে বছরই ভারত ও বাংলাদেশে তার মালিকানাধীন পিস টিভির সম্প্রচার বন্ধ করা হয়৷ ভারতীয় কাউন্টারটেররিজম এজেন্সি নায়েকের বিরুদ্ধে ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর অভিযোগ আনে। এরপর জাকির পালিয়ে যান মালয়শিয়ায়৷
আনন্দবাজার/তা.তা