ঢাকা | বৃহস্পতিবার
১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বিয়েতে উপস্থিতি বাড়াতে অভিনব পন্থা

মহামারি করোনার সংক্রমণ বিস্তার রোধে ভারতে চলেছে একটানা লকডাউন। আর এই লকডাউনের সময় বিয়ে বাড়িতে অতিথির সংখ্যা সর্বোচ্চ ৫০ জনের ছাড়পত্র দিয়েছিল ভারতের কেন্দ্রীয় সরকার। তবে পাঞ্জাবের একাধিক বিয়েবাড়ি অতিথির সংখ্যা বাড়াতে অভিনব উপায় বের করেছে। কারণ পাঞ্জাবে এই ধরনের সামাজিক অনুষ্ঠান জাঁকজমকপূর্ণ হয়ে থাকে। তাই মাত্র ৫০ জনকে নিয়ে বিয়েবাড়ি করতে নারাজ তারা।

এক্ষেত্রে বিয়ে বাড়ির আমন্ত্রিত অতিথিদের জন্যে নেওয়া হয়েছে এক নতুন ব্যবস্থা। অতিথিদের মাঝে যারা নিরামিষ খাবার খায় তাদের আসতে বলা হয়েছে বিকেল ৪টার মধ্যে। তাদের জন্য বরাদ্দ আছে দুই ঘণ্টা। অর্থাৎ সন্ধ্যা ৬টার মাঝে খাওয়াদাওয়া সেরে তাদের বিয়েবাড়ি থেকে চলে যেতে হবে। তারপর যারা আমিষ খান তারা আসবেন। তাদের জন্যও ২ ঘণ্টা অর্থাৎ সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত বরাদ্দ রাখা হয়েছে। সামাজিক দূরত্ব বজায় রেখে প্রত্যেককে খাবার খেতে হবে।

তাছাড়া বিয়ে বাড়িতে এলে মাস্ক পরা বাধ্যতামূলক। কিন্তু বিয়ে বাড়িতে বন্ধুবান্ধব নিয়ে রাতভর মজা করার দিন শেষ। আমন্ত্রিতদের জন্য নিয়ম হলো, ৩০-৪৫ মিনিট সময়ের মধ্যে তাদের বিয়েবাড়ির পর্ব মিটিয়ে ফেলতে হবে। বিয়ে বাড়িতে এসে বর-কনের সাথে দেখা করেই চলে যেতে হবে খাবার জায়গায়। খাওয়া শেষ হলেই চলে যেতে হবে বাড়ি। করোনার এই সংকটে আপাতত এমন নিয়মের বেড়াজালে বাঁধা বিয়ে বাড়িতেই অভ্যস্ত হচ্ছে পাঞ্জাববাসী।

ইতোমধ্যে পাঞ্জাবের বিভিন্ন স্থানে প্রশাসনের কাছে এভাবেই বিয়েবাড়ি আয়োজনের আবেদন জমা পড়েছে। এতে সরকারি নিয়মও পালন করার পাশাপাশি আমন্ত্রিত অতিথিদের সংখ্যাও অনেকটা বাড়ানো যাচ্ছে। কিন্তু এই সমস্ত নিয়ম ভাঙলে কারাদণ্ড ও জরিমানার ব্যবস্থা আছে বলে সরকারি সূত্রে জানা গেছে।

আনন্দবাজার/এফআইবি

সংবাদটি শেয়ার করুন