ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

মিমিক্রি করে জনপ্রিয়তার শীর্ষে ‘তুফানি আপা’

বর্তমান সময়ে ইউটিউবে মিমিক্রি করে এমন হাতে গোনা কারও নাম নিলে সেখানে উঠে আসবে “তুফানি আপা’র” নাম। যিনি স্বল্প সময়ে একসাথে বহু কন্ঠে মিমিক্রি করে দর্শকদের কাছে পেয়েছেন বেশ জনপ্রিয়তা। তুফানি আপা শুধু মিমিক্রিই নয় গায়িকা হিসেবেও কুড়িয়েছেন বেশ সুনাম।

তুফানি আপা যার আসল নাম মায়মুনা সুলতানা রুমকী। সেই ছোট বেলা থেকেই গানের প্রতি গভীর আগ্রহ তার। শিশু একাডেমী থেকে নজরুল সঙ্গীতের মধ্য দিয়েই তার গান শেখার যাত্রা শুরু। ছায়ানটে গান করেছেন দীর্ঘ ১০ বছর। তারই ধারাবাহিকতায় ২০১৭ সালে বিভিন্ন গান কভার করার মাধ্যমে শুরু করেন ইউটিউবিং। গান কভারের পাশাপাশি বিভিন্ন কন্ঠে মিমিক্রি করে সকলের সামনে পরিচিত হয়ে ওঠেন “তুফানি আপা” পরিচয়ে।

মায়মুনা সুলতানা রুমকী বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করছেন। পাশাপাশি স্ট্র্যাটেজিস্ট ও কপি রাইটার হিসেবে কর্মরত আছেন প্যাপিরাস কমিউনিকেশন লিমিটেডে। গান নিয়ে এগিয়ে যাওয়ার পাশাপাশি “তুফানি আপা” চ্যানেলকে এগিয়ে নেওয়ায় এখন তার একমাত্র লক্ষ্য।

আনন্দবাজার/শাহী

সংবাদটি শেয়ার করুন