ক্যাথলিক খ্রিস্টানদের প্রতি অস্ত্রশস্ত্র এবং জীবাশ্ম জ্বালানি খাতের বিনিয়োগ তুলে নেয়ার আহ্বান জানিয়েছে ভ্যাটিকান। পরিবেশের ক্ষতি করা খনিজ পদার্থ উত্তোলনকারী প্রতিষ্ঠানের মতো এমন কোম্পানিগুলোর উপর কড়া নজর রাখতেও অনুসারীদের বলা হয়েছে।
ক্যাথলিক গির্জার নেতাকর্মীদের জন্য বানানো ভ্যাটিকানের ২২৫ পৃষ্ঠার একটি ম্যানুয়ালে এসব বলা হয়েছে। বৃহস্পতিবার এই ম্যানুয়াল প্রকাশিত হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
প্রকৃতি, জীবন ও অসহায়দের রক্ষায় ২০১৫ সালে বিশ্বজুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা গির্জাগুলোতে পোপের দিকনির্দেশনামূলক চিঠি পাঠানোর পঞ্চম বার্ষিকী উপলক্ষ্যে এই ম্যানুয়াল প্রকাশ করা হয়েছে।
পোপের পাঠানো চিঠিতে যেসব লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল, তা হাসিলে কী কী বাস্তব পদক্ষেপ নেয়া যেতে পারে নতুন এ ম্যানুয়েলে সে সম্বন্ধে ধারণা দেয়া হয়েছে। এতে জলবায়ু পরিবর্তন এবং বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির বিপদ নিয়েও সতর্ক করা হয়েছে।
ম্যানুয়েলের অর্থনীতি অংশে বলা হয়েছে, সুনির্দিষ্ট মান অর্জনে ব্যর্থ কোম্পানিগুলো থেকে বিনিয়োগ সরিয়ে নিয়ে মানুষ ইতিবাচক পরিবর্তনের পক্ষ নিতে পারে। মানুষ ও সমাজের জন্য ক্ষতিকর এমন প্রতিষ্ঠানকে বয়কট করতে হবে। বায়ূ, পানি ও মাটি দূষণ করে এমন প্রতিষ্ঠানগুলোকে ‘কড়া নজরে’ রাখতে হবে।
বিশ্বের ৪০টিরও বেশি ধর্মীয় সংস্থা গত মাসে জীবাশ্ম জ্বালানির কোম্পানিগুলো থেকে বিনিয়োগ তুলে নেয়ার আশ্বাস দিয়েছে। এসব সংস্থার অর্ধেকেরও বেশি ক্যাথলিকদের।
এদিকে ভ্যাটিকান ব্যাংক জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ করছে না জানানোর পর বিশ্বজুড়ে ক্যাথলিক গির্জাভুক্ত অনেক সংস্থা ও শিক্ষা প্রতিষ্ঠানও একই পদাঙ্ক অনুসরণ করার ঘোষণা দিয়েছে।
আনন্দবাজার/ডব্লিউ এস