উত্তর জাপানের আকাশে উড়ছে বেলুনসদৃশ একটি বস্তু। যাকে ঘিরে চলছে নানা আলোচনা। গতকাল বুধবার সকালে উত্তর জাপানে ওই বস্তুটি উড়তে দেখা যায়। জাপানের সেন্দাই শহরের মানুষ ওই বস্তুটির ছবি তুলে সামাজিক মাধ্যমে পোস্ট দেন। তবে বস্তুটি আসলে কী তা এখনো কেউ নিশ্চিত করতে পারেননি।
জাপানিজ সংবাদমাধ্যম কোডো নিউজের এক প্রতিবেদনে বলা হয়, বস্তুটিকে ‘আনআইডেন্টিফায়েড ফ্লাই অবজেক্ট’ বা ইউএফও বলা হচ্ছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ লিখেছেন, সাদা জিনিসটি মোটেও নড়াচড়া করছে না, এটা কী জিনিস, কেউ বলতে পারবে? আবার কেউ কেউ জাপানি ভাষায় হ্যাশট্যাগ ইউএফও ব্যবহার করেছেন।
এ প্রসঙ্গে কর্তৃপক্ষ জানায়, তারা এই বস্তুটি দেখে হতবাক হয়েছিল। স্থানীয় অধিবাসীদের তোলা ছবি দেখে বোঝা যায়, এটি বেলুনের মতো একটি বস্তু যাতে কাঠির সঙ্গে প্রপেলার যুক্ত করা আছে।
আজ বৃহস্পতিবার জাপানের আবহাওয়া সংস্থার সেন্দাই ব্যুরো এক কর্মকর্তা জানান, আবহাওয়া পর্যবেক্ষণে ব্যবহৃত বেলুনের মতো দেখাচ্ছে বস্তুটি। তবে তা আমাদের নয়।
আনন্দবাজার/টি এস পি