প্লে-স্টোর থেকে বিপজ্জনক ৩০ অ্যাপ সরিয়ে নিয়েছে গুগল। একই সাথে ওই অ্যাপগুলিকে নিষিদ্ধও করে দিয়েছে অনলাইন প্লাটফর্ম এর সবচাইতে বড় প্রতিষ্ঠানটি ৷
জানা যায়, এই অ্যাপগুলি আনওয়ান্টেড বিজ্ঞাপনের লিঙ্ক পুশ করা, ব্যবহারকারীকে না জানিয়ে অন্য ব্রাউজারে নিয়ে চলে যাওয়ার মতো বেআইনি কাজ করছিল৷ গুগল-এর তরফে জানানো হয়েছে, যদি কোনও অ্যান্ড্রয়েড ব্যবহারকারী ওই অ্যাপ তাঁর স্মার্টফোনে ইনস্টল করে থাকেন, তা হলে তা অবলিম্বে আন-ইনস্টল করে ফেলুন৷ নিরাপত্তার স্বার্থে৷
এই অ্যাপগুলি মূলত সৌন্দর্য ও সেলফি-র বাজারকে টার্গেট করে তৈরি করা হয়েছিল৷ ২০১৯ সালের জানুয়ারিতে এগুলি গুগল প্লে স্টোরে আপলোড করা হয়৷
গুগল-এর সিকিউরিটি সার্ভিস এই অ্যাপগুলিকে চিহ্নিত করেছে৷ তারপরেই সব ডিলিট করে দিয়েছে৷ দেখা গিয়েছে অ্যাপগুলি ৫ লক্ষ বারেরও বেশি ডাউনলোড করা হয়েছে৷
রিপোর্ট অনুযায়ী, ৩৮টি অ্যাপ এখন ব্লক করা হয়েছে৷ সেগুলি প্লে স্টোর থেকে সরিয়েও দেওয়া হয়েছে৷ কিন্তু তাতেও আশঙ্কা থেকে যাচ্ছে, কারণ, অ্যাপগুলি ইতিমধ্যেই মোট কয়েক লক্ষ বার ডাউনলোড করা হয়েছে৷ বেশির ভাগই সেলফি বা বিউটি অ্যাপ৷
কোন কোন অ্যাপ বিপজ্জনক, রইল গুগল-এর দেওয়া তালিকা:
— Yoroko Camera
— Solu Camera
— Lite Beauty Camera
— Beauty Collage Lite — Beauty & Filters Camera
— Photo Collage & Beauty Camera
— Beauty Camera Selfie Filter
— Gaty Beauty Camera
— Pand Selife Beauty Camera
— Caoon Photo Editor & Selfie Beauty Camera
— Benbu Selife Beauty Camera
— Pinut Selife Beauty Camera & Photo Editor
— Mood Photo Editor & Selife Beauty Camera
— Rose Photo Editor & Selfie Beauty Camera
— Selife Beauty Camera & Photo Editor
— Fog Selife Beauty Camera
— First Selife Beauty Camera & Photo Editor
— Vanu Selife Beauty Camera
— Sun Pro Beauty Cameraa
— Funny Sweet Beauty Camera
— Little Bee Beauty Camera
— Beauty Camera & Photo Editor Pro
— Grass Beauty Camera — Ele Beauty Camera
— Flower Beauty Camera
— Best Selfie Beauty Camera
— Orange Camera
— Sunny Beauty Camera
— Pro Selfie Beauty Camera
— Selfie Beauty Camera Pro
— Elegant Beauty Cam-2019
এই অ্যাপগুলি যদি আপনার ফোনে থাকে, তা হলে অবিলম্বে আনইনস্টল করে ফেলুন৷ এগুলিকে বিপজ্জনক তকমা দিয়েছে গুগল৷
আনন্দবাজার/শহক