‘জন্মভূমি’ সিনেমাটি বেঙ্গল মাল্টিমিডিয়ার অন্যতম সেরা নিবেদন চলচ্চিত্র। বাংলাদেশের কক্সবাজার জেলার কুতুপালংয়ে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে বিতাড়িত রোহিঙ্গা শরণার্থীদের নিয়েই সিনেমাটির গল্প। মিয়ানমার সরকার ২০১৭ সালের আগস্টে রোহিঙ্গাদের ওপর ব্যাপক হত্যাকাণ্ড চালালে জীবন বাঁচানোর জন্য প্রায় ১১ লাখ শরণার্থী নিজেদের জন্মভূমি ছেড়ে বাংলাদেশে প্রবেশ করে।
২০১৮ সালের ১৪ ডিসেম্বর চলচ্চিত্রটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। এরইমধ্যে বেশ কিছু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসিত হয়েছে।
তবে এবারই প্রথম ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি পেলো বহুল আলোচিত চলচ্চিত্রটি। আরটিভির ভিডিও অন ডিমান্ড (ভিওডি) প্লাটফর্ম ‘আরটিভি প্লাস’ নিয়ে এসেছে আরটিভি। সেখানেই দর্শকরা চলচ্চিত্রটি উপভোগ করতে পারবেন।
‘জন্মভূমি’ ২৪তম মিলান চলচ্চিত্র উৎসব, ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ও ভারতের কলকাতায় বাংলাদেশ চলচ্চিত্র উৎসব, টরেন্টোর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব সাউথ এশিয়া (আইএফএফএসএ),২০তম রেইনবো চলচ্চিত্র উৎসবসহ বেশ কিছু ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হয়। ২০১৮ সালে ইউএন হেড কোয়ার্টারে বাংলাদেশ এম্বাসির আয়োজনে জন্মভূমি চলচ্চিত্র প্রদর্শিত হয়, এছাড়া ইউকের হাউস অব কমোন্সে পার্লামেন্ট মেম্বারদের উপস্থিতিতে প্রদর্শিত হয় জন্মভূমি।
আনন্দবজার/এস.কে