ঢাকা | মঙ্গলবার
১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

জন বোল্টন : ট্রাম্প পুনরায় জিততে চীনের সাহায্য চেয়েছিলেন

ট্রাম্প প্রশাসনের সাবেক নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন তার নতুন বইয়ে বলেছেন, ”মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পুনরায় প্রেসিডেন্ট হতে চীনের সহায়তা চেয়েছিলেন।”

তাছাড়াও ট্রাম্পের নাকি কোনো ধারণাই ছিল না কীভাবে হোয়াইট হাউজ চালাতে হয় সে।

ট্রাম্প প্রশাসনে ২০১৮ সালে ৫ মাস দায়িত্ব পালনের পর চাকরি ছেড়ে দেন বোল্টন। যদিও ট্রাম্প জানিয়েছিলেন, তার মতের সঙ্গে একমত না হওয়ায় তিনি নিজেই বোল্টনকে বহিষ্কার করেছেন। বোল্টন নাকি শুধুই যুদ্ধে জড়াতে চাইতেন।

বোল্টন দাবি করেছেন, মার্কিন কৃষিপণ্য ক্রয়ে চীনের প্রতি ট্রাম্প অনুরোধ করেছিলেন। ট্রাম্প তার সাবেক কর্মকর্তার বই যাতে বাজারে না আসে সে চেষ্টা চালাচ্ছেন। ট্রাম্পের দাবি, বোল্টন খুবই গোপন তথ্য প্রকাশ করে দিচ্ছেন, যার অনুমতি তাকে দেওয়া হয়নি।

আনন্দবাজার/এস.কে

সংবাদটি শেয়ার করুন