সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে আগের দিনের চেয়ে লেনদেনও কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্রে লেনদেন সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার ডিএসই প্রধান সূচক ১ পয়েন্ট কমে ৩ হাজার ৯৬০ পয়েন্টে ও ডিএসই–৩০ সূচক দশমিক ২৭ পয়েন্ট কমে ১ হাজার ৩২৫ পয়েন্টে অবস্থান করছে। তাছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ১৬ পয়েন্ট কমেছে।
দিনভর লেনদেন হওয়া ২২৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মাঝে দর বৃদ্ধি পেয়েছে ১৪টির, দর কমেছে ১৮টির এবং দর অপরিবর্তীত আছে ১৯৭টির।
ডিএসইতে ৬৯ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ১৯ কোটি ২০ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ৮৮ কোটি ৮৫ লাখ টাকার।
আজ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সার্বিক সূচক সিএএসপিআই ৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১১ হাজার ২৫৩ পয়েন্টে।
সিএসইতে ৮৮টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। তার মাঝে ১১টির দর বৃদ্ধি পেয়েছে, কমেছে ১৬টির। আর ৬১টির দর অপরিবর্তিত আছে।
আনন্দবাজার/এফআইবি