ঢাকা | শনিবার
২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

ঘূর্ণিঝড় আম্পানে রংপুরে ১০ কোটি টাকার ফসলের ক্ষতি

রংপুর কৃষি অঞ্চলে ঘূর্ণিঝড় আম্পানের কারণে প্রায় ১০ কোটি টাকার ফসলের ক্ষতি হয়েছে। নীলফামারি ছাড়া রংপুরের বাকি চার কৃষি অঞ্চলে ৪০১ হেক্টর জমির বোরো, ভুট্টা, শাকসবজি, মরিচ, কলা, তিল, মুগ, আম ও পান বরজে এসব ক্ষতি হয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, ঘূর্ণিঝড় আম্পানে রংপুরে ৩৪৫ জন কৃষকের ৩৮ হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। এতে এই জেলায় ক্ষতির পরিমাণ দাঁড়ায় এক কোটি ২৮ লাখ ১২ হাজার টাকা। এছাড়া, গাইবান্ধায় ছয় হাজার ৬৫০ জন কৃষকের ২৭২ হেক্টর জমির ক্ষতির পরিমান সাত কোটি ৩৪ লাখ ৬৫ হাজার টাকা। কুড়িগ্রামে তিন হাজার ১৯০ জন কৃষকের ৮৯ হেক্টর জমির ফসলের ক্ষতি হয়। এখানে টাকার অঙ্কে ক্ষতির পরিমান এক কোটি ১৪ লাখ ৬০ হাজার টাকা এবং লালমনিরহাট জেলায় ৩১২ জন কৃষকের দুই দশমিক ৩৩ হেক্টর জমির ফসলের ক্ষতি হয়। ক্ষতির পরিমাণ দাঁড়ায় প্রায় এক লাখ টাকা।

ঘূর্ণিঝড় আম্পানে এই অঞ্চলে বেশি ক্ষতি হয়েছে শাকসবজির। জানা যায়, এই সময় ২৭১ দশমিক ৪ হেক্টর জমির শাকসবজি নষ্ট হয়েছে। এতে মোট পাঁচ হাজার ৬২০ জন কৃষকের প্রায় পাঁচ কোটি ৮৫ হাজার ৫০০ টাকার ক্ষতি হয়েছে।

রংপুরের মিঠাপুকুর উপজেলার রানীপুকুর এলাকার একজন সবজি চাষি জানান, এ বছর তিনি এক বিঘার বেশি জমিতে করলা চাষ করেছিলেন। আম্পানের প্রভাবে তার উঠতি করলা ক্ষেত সম্পুর্ন নষ্ট হয়ে যায়।

রংপুর অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদফতরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোহাম্মদ আলী বলেন, সুপার সাইক্লোন আম্পানের প্রভাবে গত ২০ মে সৃষ্ট ঝড়ের কারণে এ অঞ্চলের বোরো ধান, আম, ধান, কলা, শাকসবজিসহ বিভিন্ন ফসল ক্ষতির শিকার হয়। ৪০১ হেক্টর জমির আবাদকৃত বিভিন্ন ফসলের নয় কোটি ৭২ লাখ ১১ হাজার ১৩০ টাকার ক্ষতি হয়েছে।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন