সম্প্রতি কিছুটা মূল্য কমার পর ফের বাড়তে শুরু করেছে পেঁয়াজের দাম। জানা গেছে, চলতি সপ্তাহে ঢাকার বিভিন্ন বাজারে দেশি এবং আমদানি করা সব ধরনের পেঁয়াজের মূল্য কেজিতে বেড়েছে ১০ টাকার ওপরে।
এই বেপারে খুচরা ব্যবসায়ীরা জানান, গেল ঈদের আগে পেঁয়াজের মূল্য কয়েক দফা বাড়ে। কিন্তু ঈদের পর থেকেই পেঁয়াজের মূল্য কিছুটা কমতে শুরু করেছিল। ফলে গত সপ্তাহে আমদানি করা পেঁয়াজের কেজি ২৫ টাকা ও দেশি পেঁয়াজের কেজি ৪০ টাকায় নেমে আসে।
আজ বৃহস্পতিবার বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, ব্যবসায়ীরা ৪৫ থেকে ৫০ টাকা কেজিতে বিক্রি করছেন দেশি পেঁয়াজ , যা গেল সপ্তাহে ছিল ৪০ থেকে ৪৫ টাকা। এবং আমদানি করা পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে ৩০ থেকে ৩৫ টাকা, যা গত শনিবার ছিল ২৫ থেকে ৩০ টাকা । কিন্তু তার আগে ছিল ৩৫ থেকে ৪০ টাকা কেজি।
পেঁয়াজের বাজারের এই অস্থির অবস্থা অনেক দিন ধরেই চলছে। তবে সরকারের নানা ধরনের তৎপরতায় পেঁয়াজের মূল্য কিছুটা কমলেও তা আর এক’শ টাকার নিচে নামছিল না। এখন আবার পেঁয়াজের মূল্য বাড়তে শুরু করেছে।
আনন্দবাজার/এইচ এস কে