চলতি বছরের শেষে অনুষ্ঠেয় নির্বাচনে ফের নির্বাচিত হতে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সহযোগিতা চেয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সম্প্রতি এমন বিস্ফোরক তথ্য দিয়েছেন ট্রাম্প প্রশাসনের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন।
তিনি জানান, আগামী ২৩শে জুন প্রকাশ হতে যাওয়া বইয়ে এ ব্যাপারে বিস্তারিত তথ্য থাকবে। বোল্টন অভিযোগ করেছেন, নির্বাচনে সহজগিতার বদলে চীন যদি যুক্তরাষ্ট্রের কৃষি পণ্য কিনে নেয়, তাহলে তার উপর কোন শুল্ক আরোপ করা হবে না, এমন প্রতিশ্রুতি দিয়েছেন ট্রাম্প।
তবে এই অভিযোগ অস্বীকার করে বোল্টনকে মিথ্যাবাদী বলেছেন ট্রাম্প। ‘দ্য রুম হোয়ার ইট হ্যাপেনড’ নামের বই প্রকাশের ঘোষনা দেয়ার পর থেকেই সেটা আটকানোর চেষ্টা করছে ট্রাম্প প্রশাসন।
হোয়াইট হাউজ থেকে জানায়, বইটিতে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ অনেক গোপন তথ্য ফাঁস করতে যাচ্ছেন বোল্টন। এক বছর দায়িত্ব পালনের পর জন বোল্টনকে বরখাস্ত করেন ট্রাম্প।
আনন্দবাজার/এইচ এস কে