ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

আগামী ৩ বছরে টার্গেট ১৩ লাখ কোটি টাকা রাজস্ব আদায়

সম্প্রতি আগামী তিন বছরে ১৩ লাখ দুই হাজার ৫৬০ কোটি টাকা কর আদায়ের পরিকল্পনা করেছে সরকার। ইতোমধ্যে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে সবচেয়ে বেশি অর্থায়ন আসবে। এনবিআরের নিয়ন্ত্রিত খাত থেকে ১১ লাখ ৩২ হাজার ৩৬০ কোটি টাকা কর আদায়ের লক্ষ্য নেওয়া হয়েছে।

মধ্যমেয়াদি (২০২০-২৩) পরিকল্পনার আওতায় এ লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। অর্থ বিভাগ এবং এনবিআর সূত্রে এসব তথ্য জানা গেছে।

এই বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান আবদুল মজিদ কালের জানান, জিডিপি প্রবৃদ্ধি দেখেই বোঝা যায় অর্থনীতির আকার বেড়েছে। কর জিডিপি অনুপাত হওয়ার কথা ১৫-১৬ শতাংশ । কিন্তু সেখানে অনুপাত মাত্র ১০ শতাংশ। অর্থাৎ করের আওতার বাইরে প্রায় ৫ শতাংশ বেশি।

তিনি আরও জানিয়েছেন, এই পার্থক্য কমাতে হলে কর জাল বিস্তার করতে হবে। ফাঁকিবাজ বড় করদাতাদের ধরতে হবে। সেই সাথে কোর্টের মামলায় আটকা টাকা উদ্ধার করতে হবে। এসব কাজ হয় না বলেই লক্ষ্য সঠিকভাবে অর্জন হয় না। তাই রাজস্ব লক্ষ্য অর্জন করতে হলে আগে এসব কাজ সম্পন্ন করতে হবে।

জানা গেছে, মধ্যমেয়াদি পরিকল্পনার আওতায় সরকার আগামী তিন বছরের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে থাকে। এই তিন বছরে এনবিআর নিয়ন্ত্রিত খাত থেকে রাজস্ব আয়ের একটি অংশ আসবে মূল্য সংযোজন কর (ভ্যাট) এবং সম্পূরক শুল্ক থেকে। এই দুই খাত থেকে আগামী তিন বছরের আদায়ের টার্গেট করা হয়েছে ছয় লাখ দুই হাজার ৫১০ কোটি টাকা।

আনন্দবাজার/এইচ এস কে

সংবাদটি শেয়ার করুন