ঢাকা | মঙ্গলবার
১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

ভারতকে চীনা সেনাবাহিনীর হুঁশিয়ারি

ভারতকে গালওয়ান সীমান্তে সকল ধরনের ‘উসকানিমূলক তৎপরতা’ বন্ধ করতে অনুরোধ জানিয়েছে চীন। পাশাপাশি দুদেশের মধ্যে বিতর্কিত ব্যাপারগুলো আলোচনার মাধ্যমে সমাধান করার লক্ষ্যে দিল্লিকে ‘সঠিক পথে ফিরে আসার’ও অনুরোধ জানিয়েছে বেইজিং।

একটি বিবৃতিতে চীনের পিপলস লিবারেশন আর্মির পশ্চিম কমান্ডের মুখপাত্র সিনিয়র কর্নেল ঝাং শুয়িলি জানান, গত সোমবার রাতে ভারতীয় সেনারা দুদেশের সীমান্তবর্তী গালওয়ান উপত্যকা এলাকা দিয়ে নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করার মাধ্যমে নিজেদের প্রতিশ্রুতি চরমভাবে লঙ্ঘন করে। যার কারণে দুপক্ষের মাঝে ‘রক্তক্ষয়ী শারিরীক সংঘাত এবং হতাহতের ঘটনা’ ঘটে।

ঝাং আরও জানান, ভারত এবং চীনের শীর্ষস্থানীয় সেনা কর্মকর্তাদের বৈঠকে যে সমঝোতা হয়ে রয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী তা ‘মারাত্মকভাবে লঙ্ঘন’ করেছে। তিনি দাবি করেন, গালওয়ান উপত্যকা সব সময় চীনের মালিকানায়। আর ভারতের এ পদক্ষেপ ছিল দ্বিপক্ষীয় সামরিক সম্পর্কের ক্ষেত্রে মারাত্মক ক্ষতিকর।

আনন্দবাজার/এফআইবি

সংবাদটি শেয়ার করুন