ঢাকা | রবিবার
২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

স্বাস্থ্যখাতে ৬০% ব্যয় নিশ্চিত করার আদেশ

সিএসআর কর্মকাণ্ডের আওতায় দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোকে স্বাস্থ্যখাতে চিকিৎসা উপকরণ এবং সুরক্ষা সামগ্রী দিয়ে সহযোগিতা করার আদেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। তাছাড়া স্বাস্থ্যখাতে নির্ধারিত ব্যয়ের যে সীমা তার যথার্থ ব্যবহার করতেও নির্দেশ দেওয়া হয়েছে।

আজ বুধবার কেন্দ্রীয় ব্যাংকের সাসটেইনেবল ফাইনান্স ডিপার্টমেন্ট থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি হয়েছে।

সার্কুলারে জানানো হযয়েছে, করোনার প্রভাবের ফলে দেশের জনস্বাস্থ্যের সঙ্কট মোকাবেলায় স্বাস্থ্যখাতে বিভিন্নমুখী পদক্ষেপ গ্রহণ অত্যাবশ্যক হয়ে পড়েছে। এ লক্ষ্যে সিএসআর কর্মকাণ্ডের আওতায় স্বাস্থ্যখাতে নিয়মিত কার্যক্রম কভিড-১৯ রোগে আক্রান্ত জনগোষ্ঠীর চিকিৎসা ব্যবস্থায় অত্যাবশ্যকীয় মেডিকেল ইক্যুইপমেন্টস্ যেমন পিসিআর ও ভেন্টিলেটর মেশিন ও অক্সিজেন সিলিন্ডার ক্রয় এবং স্বাস্থ্য সেবায় নিয়োজিত চিকিৎসকসহ সকলের স্বাস্থ্য ঝুকি নিরসনে প্রয়োজনীয় সুরক্ষা সামগ্রী প্রদানের মাধ্যমে সহযোগিতা করাতে আপনাদেরকে পরামর্শ প্রদান করা যাচ্ছে। এ সহযোগিতার আওতা জেলা পর্যায়ে বিস্তৃত করার ব্যবস্থা গ্রহণ করতে হবে।

সার্কুলারে আরো জানানো হয়েছে, বিদ্যমান নির্দেশনা অনুসারে করোনাভাইরাসের প্রাদুর্ভাবে দেশের জনস্বাস্থ্যে উদ্ভূত সঙ্কট মোকাবেলায় সিএসআর ব্যয় বন্টনে স্বাস্থ্যখাতে ৬০%, শিক্ষাখাতে ৩০% ও জলবায়ু ঝুঁকি তহবিল খাতে ১০% ব্যয় করার আদেশ দিয়েছে। বর্তমান প্রেক্ষাপটে গুরুত্ব বিবেচনায় কভিড-১৯ মোকাবেলায় স্বাস্থ্য খাতে নির্ধারিত ৬০% ব্যয়ের পরিমাণ এবং যথার্থতা নিশ্চিত করতে হবে। এ জন্য বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত ফরম্যাটে এ সংক্রান্ত ব্যয়ের তথ্য পাঠানোরও কথাও সার্কুলারে উল্লেখ করা হয়েছে।

আনন্দবাজার/এফআইবি

সংবাদটি শেয়ার করুন