সম্প্রতি বেশ কয়েকটি শর্তে উৎপাদনমুখী শিল্পের আগাম করে ছাড় দিয়েছে সরকার। একইসাথে উৎপাদন পর্যায়ে মূল্য সংযোজন করে (মূসক) অব্যাহতি সুবিধা পাওয়া এবং নিবন্ধিত যে কোণ প্রতিষ্ঠান উৎপাদনকারী ইউনিট বাডে অন্য ইউনিটকে কেন্দ্রীয় নিবন্ধনের আওতাভুক্ত করেনি এমন প্রতিষ্ঠানের উপকরণ আমদানির ক্ষেত্রেও আগাম কর অব্যাহতি দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার (১৬ জুন) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে জারি করা একটি এসআরওতে এসব তথ্য জানানো হয়েছে।
এতে আরও জানানো হয়েছে, উৎপাদনকারী প্রতিষ্ঠান যে নির্দেশনার অধীন স্থানীয় উৎপাদন পর্যায়ে প্রযোজ্য সমুদয় মূসক অব্যাহতিপ্রাপ্ত হয়েছে সেই নির্দেশনার শর্তাবলি সঠিকভাবে পালন করতে হবে।
তবে উৎপাদনকারী প্রতিষ্ঠানের কাছে মূল্য সংযোজন কর এবং সম্পূরক শুল্ক আইন, ২০১২ এর অধীন মূল্য সংযোজন কর, সুদ, অর্থদণ্ড বা জরিমানা বাবদ কোনও নিরঙ্কুশ বকেয়া দায়-দেনা থাকা যাবে না। এবং শিল্পায়নের উদ্দেশ্য স্থানীয় উৎপাদন পর্যায়ে প্রযোজ্য সমুদয় মূসক অব্যাহতি দেওয়া হয়েছে এমন নিবন্ধিত উৎপাদনকারী প্রতিষ্ঠানঈ পাবে এই সুবিধা।
কিন্তু কোনও নিবন্ধিত উৎপাদনকারী যদি প্রতিষ্ঠান কর প্রদান বিষয়ে শর্তাবলি পরিপালন করতে ব্যর্থ হয় বা তথ্য পোপন করে এই সুবিধা ণেয় তাহলে তাৎক্ষণিক তা বাতিল করা হবে।
আনন্দবাজার/এইচ এস কে