করোনা সংক্রমণ বিস্তার রোধে ঢাকাসহ সারাদেশে সংক্রমণের তীব্রতাভেদে রেড, ইয়েলো এবং গ্রিন জোনে ভাগ করার উদ্যোগ নিয়েছে সরকার। একইসাথে রেড জোনে সাধারণ ছুটি থাকবে বলেও নির্দেশনায় বলা হয়েছে।
সরকারের এ সিদ্ধান্তের সাথে সামঞ্জস্য রেখে বাংলাদেশ ব্যাংক মতিঝিল এবং দিলকুশাসহ ইয়েলো ও গ্রিন জোনে ব্যাংকিং কার্যক্রমের সময়সীমা সকাল ১০ টা থেকে বেলা ২টা পর্যন্ত নির্ধারণ হয়েছে।
এর পরিপ্রেক্ষিতে দেশের দুই স্টক এক্সচেঞ্জে লেনদেনের সময়সীমা সকাল সাড়ে ১০টা থেকে বেলা দেড়টার পরিবর্তে সকাল ১০ টা থেকে বেলা ১ টা পর্যন্ত নির্ধারণ হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার থেকে নতুন সময়সীমা অনুযায়ী শেয়ারবাজারে লেনদেন চলবে।
আনন্দবাজার/এফআইবি