জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ডের পর সংকটের মধ্যে পড়েছে যুক্তরাষ্ট্রের পুলিশ। সম্প্রতি দেশটির কিছু অঙ্গরাজ্যে পুলিশ কর্মকর্তাদের পদত্যাগের সংখ্যা বেড়েই চলছে। এদিকে পুলিশ বিভাগে সংস্কার-সংক্রান্ত এক নির্বাহী আদেশে মঙ্গলবার সই করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন গণমাধ্যম সিএনএন-এর এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।
পুলিশের বর্বর নির্যাতনে গত ২৫ মে নিহত হন কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড। এ ঘটনার পরেই দেশটির মিনিয়াপলিস অঙ্গরাজ্যের সাত পুলিশ কর্মকর্তা পদত্যাগ করেন এবংআরও ছয়জনের পদত্যাগের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে এ ঘটনায় আটলান্টা পুলিশ প্রধান পদত্যাগ করেছেন এবং অভিযুক্ত পুলিশ কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়েছে। একজন সেকেন্ড অফিসারকে প্রশাসনে দায়িত্ব দেয়া হয়। চলতি মাসে আট পুলিশ কর্মকর্তা পদত্যাগ করেন।
নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন দক্ষিণ ফ্লোরিডা শহরের সোয়াট ইউনিটের ১০ কর্মকর্তা এবং নিউইয়র্কের বাফেলো শহর পুলিশের জরুরি সাড়া প্রদান টিমের অন্তত ৬০ কর্মকর্তা পদত্যাগ করেছেন। দুই পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করার প্রতিবাদে তারা পদত্যাগ করেন বলে সিএনএনের প্রতিবেদনে বলা হয়।
আনন্দবাজার/শহক