ঢাকা | শুক্রবার
২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

করোনা থেকে পুতিনকে সুরক্ষা দিতে বিশেষ ব্যবস্থা

করোনায় সারাবিশ্বে এখন পর্যন্ত আক্রান্ত  শনাক্ত হয়েছে ৮২ লাখ ৫৭ হাজার আটশ ৮৫ জন এবং মারা গেছে চার লাখ ৪৫ হাজার নয়শ ৮৬ জন।

এই ভাইরাসে ক্ষতিগ্রস্থ দেশের তালিকায় সবার আগে রয়েছে যুক্তরাষ্ট্র এবং এর পরেই রয়েছে ব্রাজিল। তালিকার তিন নম্বরেই রয়েছে রাশিয়া। জানা গেছে, রাশিয়াতে এখন পর্যন্ত আক্রান্ত  হয়েছে পাঁচ লাখ ৪৫ হাজার চারশ ৫৮ জন এবং মারা গেছে সাত হাজার দু’শ ৮৪ জন।

রাশিয়ায় করোনায় আক্রান্তের তালিকায় দেশটির সরকারের শীর্ষ কর্মকর্তারাও রয়েছেন। তাই করোনার সংক্রমণ থেকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সুরক্ষা দিতে বিশেষ ব্যবস্থার পদক্ষেপ নেওয়া হয়েছে।

জানা গেছে, প্রেসিডেন্টের বাসভবনে প্রবেশ করার সময় প্রত্যেককে, বিশেষ করে মস্কোর বাইরে থেকে আসা অতিথিদের একটি জীবাণুমুক্তকরণ টানেলে প্রবেশ করতে হচ্ছে। রাশিয়ার একটি কম্পানি বিশেষ ওই টানেল তৈরি করেছে। এটি স্থাপন করা হয়েছে পুতিনের সরকারি বাসভবন নোভো-ওগারিয়োভোতে।

একটি ভিডিওতে দেখা গেছে, মাস্ক পরা ব্যক্তিরা টানেলে প্রবেশ করার পর সেখানে টানেলের ছাদ এবং পাশ থেকে তাদের শরীরে স্প্রে করে তাদেরকে জীবাণুমুক্ত করা হচ্ছে। সেই সাথে জীবাণুমুক্তকরণ তরলটি মানুষের কাপড় এবং শরীরের উপরের অংশে ছড়িয়ে যাচ্ছে। পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ এর আগে জানিয়েছিলেন, পুতিনের সাথে সাক্ষাৎ করা যে কোনো ব্যক্তিকে তার আগে করোনা পরীক্ষা করাতে হচ্ছে।

আনন্দবাজার/এইচ এস কে

সংবাদটি শেয়ার করুন