ঢাকা | রবিবার
২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

এবার হজ নিয়ে কঠিন সিদ্ধান্তের মুখোমুখি সৌদি

করোনার কারণে আধুনিক ইতিহাসে প্রথম এবার হজ অনুষ্ঠান সীমিত অথবা বাতিল করতে পারে সৌদি আরব। আগামী জুলাইয়ের শেষ দিকে ধর্মীয় রীতি অনুযায়ী নির্ধারিত বার্ষিক বৃহত্তম সমাবেশ হজ অনুষ্ঠিত হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত জানাতে সৌদির উপর মুসলিম বিশ্বের চাপ রয়েছে।

রাজনৈতিক ও অর্থনৈতিক ঝুঁকির মধ্যে সৌদি আরব যখন এ রকমের সিদ্ধান্তে পৌঁছানোর চেষ্টা করছে, তখন বিশ্বের সবচেয়ে বড় সমাবেশ আয়োজনের প্রস্তুতির সময় ফুরিয়ে যাচ্ছে। গত বছর প্রায় ২৫ লাখের মতো মুসলমান হজ অনুষ্ঠানে যোগদান করেছিল। তবে করোনা ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ায় মার্চের শেষ দিকে কর্তৃপক্ষ হজ্জের প্রস্তুতি স্থগিত রাখতে মুসলমানদের পরামর্শ দিয়েছিল।

হজ কর্তৃপক্ষের সঙ্গে সংশ্লিষ্ট দক্ষিণ এশিয়ার একজন কর্মকর্তা এএফপিকে বলেন, হজ অনুষ্ঠিত হবে নাকি পুরোপুরি বাতিল হবে- এমন সিদ্ধান্ত এখন পর্যন্ত অনেকটা ঝুলে রয়েছে।

সৌদির এক কর্মকর্তা এএফপিকে বলেছেন, তারা এই বিষয় দ্রুত সিদ্ধান্ত নেবেন এবং জানাবেন।

সংবাদটি শেয়ার করুন