মহামারি করোনা ভাইরাস প্রতিরোধে বিশ্ব স্বাস্থ্য সংস্থা যেখানে বেশি বেশি টেস্ট করার উপর গুরুত্ব দিয়েছে সেখানে করোনাভাইরাস মহামারিতে সবচেয়ে বিপর্যস্ত দেশগুলোর মধ্যে অন্যতম দেশ যুক্তরাষ্ট্র টেস্ট বন্ধ করে দেয়ার পক্ষে মত দিয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, করোনাভাইরাস শনাক্ত পরীক্ষা করার কারণেই বাড়ছে সংক্রমণ। পরীক্ষা বন্ধ করলেই দেখা যাবে সংক্রমণ কমে গেছে।
গত সোমবার (১৫ জুন) এক টুইটে ট্রাম্প জানায়, অন্য দেশের তুলনায় আমাদের দেশে ব্যাপক আকারে এবং উন্নত পদ্ধতিতে করোনা পরীক্ষা হচ্ছে। এ কারণেই বেশি সংক্রমণ দেখা যাচ্ছে। পরীক্ষা না হলে অথবা দুর্বল পদ্ধতিতে পরীক্ষা করা হলে দেখা যেত, এ দেশে সংক্রমিত কোনো রোগীই নেই। করোনা পরীক্ষা করা হলো দু’দিকে ধার দেওয়া তরবারি, এটি আমাদের খারাপ অবস্থা দেখিয়ে দিলেও এটি থাকা ভালো!
অন্যদিকে জন্স হপকিন্স ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত শনাক্ত কোভিড-১৯ রোগী মোট ২১ লাখ ১৪ হাজার ২৬ জন, যা গোটা বিশ্বে সর্বোচ্চ। তাদের মধ্যে এখন পর্যন্ত মারা গেছেন ১ লাখ ১৬ হাজার ১২৭ জন।
আনন্দবাজার/তা.তা