ঢাকা স্টক এক্সচেঞ্জে মঙ্গলবার মূল্য সূচকের সামান্য উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে লেনদেনও বৃদ্ধি পেয়েছে সামান্য। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বৃদ্ধি পেলেও লেনদেন কমেছে।
মঙ্গলবার ডিএসই প্রধান সূচক ২ পয়েন্ট বেড়ে ৩ হাজার ৯৬০ পয়েন্টে ও ডিএসই–৩০ সূচক দশমিক ৮৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩২৫ পয়েন্টে রয়েছে। তাছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ৬৭ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে।
দিনভর লেনদেন হওয়া ২৪৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পেয়েছে ২০টির, দর কমেছেও ২০টির ও দর অপরিবর্তীত আছে ২০৬টির।
ডিএসইতে ৬৫ কোটি ৩০ লাখ টাকার শেয়ার এবং ইউনিটের লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৩ কোটি ৭৬ লাখ টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ৬১ কোটি ৫৪ লাখ টাকার।
আজ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও সূচকের সামান্য উত্থানে লেনদেন শেষ হয়েছে। সার্বিক সূচক সিএএসপিআই ৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ২৪৩ পয়েন্টে।
সিএসইতে ৮৮টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ১৬টির দর বেড়েছে, কমেছে ১২টির। আর ৬০টির দর অপরিবর্তিত আছে।
আনন্দবাজার/এফআইুব