ঢাকা | শুক্রবার
১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ,
২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

চামড়া কেনাবেচায় দু’পক্ষের সম্মতি

কোরবানির পশুর চামড়ার দ্বিতীয় পর্যায়ে বাণিজ্য নিয়ে জটিলতার সমাধান হতে যাচ্ছে। ট্যানারি মালিক ও আড়তদার দু’পক্ষই আনুষ্ঠানিকভাবে কেনাবেচা করতে সম্মত হয়েছে।

ট্যানারিগুলোর কাছ থেকে বকেয়া আদায় না হওয়া পর্যন্ত কাঁচা চামড়া বিক্রি বন্ধ রাখার সিদ্ধান্ত থেকে আনুষ্ঠানিকভাবে সরে এসেছেন আড়তদাররা।

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের উপস্থিতিতে দীর্ঘ বৈঠকে এমন সমঝোতা হয়েছে। সরকার, ট্যানারি মালিক, আড়তদার ও চামড়া খাতের সংশ্নিষ্টদের মধ্যে রোববার বাণিজ্য মন্ত্রণালয়ে এ বৈঠক হয়।

বৈঠক শেষে বাংলাদেশ হাইড অ্যান্ড স্কিন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মো. দেলোয়ার হোসেন সাংবাদিকদের জানান, সর্বসম্মতিক্রমে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী তারা ট্যানারিতে চামড়া বিক্রি করবেন। ট্যানারি মালিকদের কাছে বকেয়ার বিষয়ে শিল্পমন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা এফবিসিসিআইকে দায়িত্ব দিয়েছেন।

আগামী বৃহস্পতিবার এফবিসিসিআইর উদ্যোগে উভয়পক্ষকে নিয়ে এ বিষয়ে আলোচনা হবে। সেখান বকেয়া সমস্যার ফয়সালা করা হবে।

সংবাদটি শেয়ার করুন