ঢাকা | বুধবার
১২ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
২৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

করোনায় মানবেতর জীবন কাটাচ্ছে মৃৎশিল্পীরা

নভেল করোনাভাইরাসের কারণে আর্থিকভাবে বিপর্যস্ত নীলফামারীর পালপাড়ার মৃৎশিল্পীরা। করোনার কারণে এবার বাংলা নববর্ষ ও চৈত্র সংক্রান্তি মেলাও হয়নি। এতে পথে বসার উপক্রম হয়েছে স্থানীয় মৃৎশিল্পীদের।

জেলা সদরের সোনারায় ইউনিয়নের উত্তর মুসরত কুখাপাড়া গ্রামের এক মৃৎশিল্পী জানান, প্রায় দুই মাস ধরে লকডাউনে ব্যবসা-বাণিজ্য বন্ধ। অনাহারে-অর্ধাহারে চলছে আমাদের জীবন। ভালো নেই আমরা।

কুখাপাড়া গ্রামের মৃৎশিল্পী শঙ্কর চন্দ্র পাল জানান, করোনা পরিস্থিতিতে হাট-বাজারসহ সব ধরনের যাতায়াত বন্ধ থাকায় কর্মহীন হয়ে পরিবার-পরিজন নিয়ে অনাহারে-অর্ধাহারে দিন চলছে। বৈশাখের রোজগার করা টাকা দিয়ে বছরের বাকি ১১ মাস সংসার চলে। বৈশাখকে ঘিরে এখনো টিকে আছে পালপাড়ার কুমাররা। লকডাউনের কারণে চরম সমস্যায় পড়েছি আমরা।

এ প্রসঙ্গে নীলফামারী সমাজ সেবা অধিদফতরের উপ-পরিচালক মো. হাসিম রেজা জানান, অর্থনৈতিক উন্নয়নে তারা ব্যাপক অবদান রাখেন। সরকারিভাবে তাদের সহযোগিতার অনেক সুযোগ আছে। তবে এককভাবে কাউকে সহযোগিতার সুযোগ নেই। সংগঠিত হয়ে সমিতির মাধ্যমে আসতে হবে। তাহলে তাদের জন্য আর্থিক সুবিধা দেওয়া যেতে পারে।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন