ঢাকা | শনিবার
১৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
২রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

চীন-ভারত সেনা সংঘর্ষে ৩ ভারতীয় সেনা নিহত

ভারতের লাদাখে চীন এবং ভারতের সেনাদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ভারতীয় বাহিনীর তিন জন সেনা নিহত হয়েছেন। সোমবার রাতে দুই দেশের সেনাদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, উভয় দেশের শীর্ষ সামরিক কর্মকর্তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে বৈঠক করছেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার রাতে লাদাখে ভারতীয় সেনাদের সঙ্গে চীনের সেনাদের সংঘর্ষ ঘটে। এতে ভারতের এক আর্মি অফিসার ও দুই সেনা সদস্য নিহত হয়েছে। কোন গোলাগুলিতে নয় হাতাহাতি লড়াইয়ে ভারতীয় বাহিনীর তিন জন নিহত হন। এই সংঘাত ভারত সীমানার ভেতরে ঘটে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, চীন ভারতকে একতরফা ভাবে কোন পদক্ষেপ না নেওয়ার আহ্বান জানিয়েছে।

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন