চলচ্চিত্র জগতের মানুষদের কাছে একাডেমী অ্যাওয়ার্ড অস্কার তারকাদের জন্য অনন্য সম্মানের এই খেতাবটি বিশেষ গুরুত্বপূর্ণ। প্রতি বছর এই আয়োজনের অপেক্ষায় থাকেন বিশ্ববাসী। কিন্তু দুঃসংবাদ হলো প্রতিবারের মতো এ বছর সঠিক সময়ে হচ্ছে না অস্কারের আসর।
করোনার প্রাদুর্ভাবের কারণে পিছিয়ে গেলো অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস (অস্কার)। গতকাল সোমবার অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্স ঘোষণা করেছে, পূর্বনির্ধারিত ২৮ ফেব্রুয়ারিতে ৯৩ তম অস্কারের এবার আসর নির্দিষ্ট সময়ে বসবে না। কিন্তু তার পরিবর্তে, চলচ্চিত্রের এ আসর বসবে ২০২১ সালের ২৫ এপ্রিল।
জানা গেছে, ৫৪ জন সদস্যকে নিয়ে অনলাইনে এক বোর্ড মিটিংয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয় ৷ এবং সেই সাথে জানানো হয়, অস্কারের ছবি পাঠানোর জন্য সময়সীমাও বাড়িয়ে দেওয়া হয়েছে ৷
এই ব্যাপারে একাডেমির সভাপতি ডেভিড রুবিন এবং একাডেমির প্রধান নির্বাহী ডন হডসন একটি যৌথ বিবৃতিতে জানান, এক শতাব্দীরও বেশি সময় ধরে সিনেমা খারাপ সময়ে মানুষকে সান্ত্বনা, অনুপ্রেরণা এবং বিনোদন দেওয়ার ক্ষেত্রে কার্যকর ভূমিকা রেখে আসছে।
বিশ্বজুড়ে করোনা পরিস্থিতির কারণে বহু প্রতীক্ষিত সিনেমার মুক্তি বর্তমানে থমকে গেছে, মঞ্চ এবং প্রেক্ষাগৃহ বন্ধ, ছবি নির্মাণের কাজও বন্ধ হয়ে আছে। চলতি বছর চলচ্চিত্র নির্মাতাদের আরেকটু সময় বাড়িয়ে দেওয়া হলো, অস্কারের জন্য। তারা যাতে সময় নিয়ে অস্কার দৌড়ে ছবি পাঠাতে পারেন।
অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস আয়োজন পেছানোর এটা প্রথম ঘটনা নয়, এর আগেও ১৯৩৮ সালে লস অ্যাঞ্জেলেসে বন্যার জন্য এবং ১৯৬৮ এ মার্টিন লুথার কিংয়ের হত্যার পর স্থগিত রাখা হয়েছিল অস্কার ৷
আনন্দবাজার/এইচ এস কে