ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

সমাজের কঠিন বাস্তবতাকে নিয়ে তাহজীবের নতুন গান, ‘ছিন্ন ভিন্ন’

সমাজের কঠিন বাস্তবতাকে নিয়ে তাহজীবের নতুন গান, ‘ছিন্ন ভিন্ন’। নতুন আঙ্গিকের এই গানটির অডিও, ” স্পটিফাই অ্যাপল্ মিউসিক ” সহ, বিভিন্ন অনলাইন মিউসিক প্ল্যাটফর্মগুলোতে, অলরেডি, সম্প্রচারিত হচ্ছে।

গানটিতে কন্ঠ দিয়েছেন, সাইফ খান, বাঁধন ও সোহান রহমান। সঙ্গীত আয়োজনে, সোহান রহমান। গানটি খুব শীঘ্রিই সম্প্রচারিত হবে সাইফ খানের ইউটিউব চ্যানেল থেকে।

আনন্দবাজার/শাহী

সংবাদটি শেয়ার করুন