করোনায় সৃষ্ট লোকসানের কারণে ব্যাংক থেকে নেওয়া ঋণ পরিশোধ করতে ব্যর্থ গ্রাহককে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ‘খেলাপি’ হিসেবে চিহ্নিত করা যাবে না বলে নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।
এর আগে ৩০ জুন পর্যন্ত এই সুযোগ দেওয়া হয়েছিল। যার প্রেক্ষিতে তখন দেশের বাণিজ্যিক ব্যাংকগুলির পরিচালকদের পক্ষ থেকে এ সুযোগ আগামী ডিসেম্বর পর্যন্ত বাড়ানোর দাবি জানানো হয়।
গত ১৯ মার্চ বাংলাদেশ ব্যাংক জারি করা ওই সার্কুলারে চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত, সকল ধরনের ঋণ পরিশোধে ব্যর্থ কোনো গ্রাহককে ‘খেলাপি’ ঘোষণা করা থেকে ব্যাংকগুলিকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়।
আনন্দবাজার/শহক