রবিবার সুশান্ত সিং রাজপুতের মৃত্যু হয়েছে। পুলিশ ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার মুম্বাইয়ের বাড়ি থেকে। এই ঘটনায় শোকাহত পুরো বলিউড। প্রাথমিক ভাবে পুলিশ এই মৃত্যুকে আত্মহত্যা বলেই ধারণা করেন।
অন্যদিকে এই মৃত্যুকে আত্মহত্যা নয় বলেই দাবি করেছে সুশান্তের পরিবার। সুশান্ত সিংয়ের মামা দাবি করেন, তাকে হত্যা করা হয়েছে। তিনি এ ঘটনায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআইয়ের তদন্ত দাবি করেছেন।
এইসবের মধ্যেই সুশান্ত সিং রাজপুতের ময়নাতদন্তের রিপোর্ট সামনে এসেছে। ‘জনসত্তা’ ও ‘নব ভারত টাইম’ এ প্রকাশিত প্রতিবেদন অনুসারে, সুশান্ত সিং রাজপুতের ময়নাতদন্তের রিপোর্টে এই মৃত্যুকে আত্মহত্যা বলা হয়েছে।
জানা গেছে, ড. আরএন কুপার মিউনিসিপ্যাল হাসপাতালে ময়নাতদন্ত হয়েছে সুশান্তের। যে চিকিৎসক সুশান্তের ময়নাতদন্ত করেছেন, তিনি জানিয়েছেন, সুশান্তের শরীরে কোনও ড্রাগ বা বিষ রয়েছে কিনা সেটি হাসপাতালে পরীক্ষা করা হবে।
আনন্দবাজার/এস.কে