পেনশনের টাকা তুলতে বৃদ্ধা মাকে খাটিয়াতে করে টেনে ব্যাংকে হাজির করিয়েছেন তার মেয়ে। এরপর হাতে পেলেন পেনশনের টাকা। জানা যায়, গত ১০ জুন ভারতের উড়িশ্যার বরগাঁও গ্রামের বাসিন্দা পুঞ্জিমাতা দেই (৬০) তার অতিবৃদ্ধা শয্যাশায়ী মা লাভে বাঘেল (১০০) কে খাটিয়ায় শুইয়ে কাঁচা সড়ক ধরে টানতে টানতে স্থানীয় গ্রামীণ ব্যাংক থেকে ১,৫০০ টাকা তুলতে উপস্থিত হয়েছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ভিডিও ছড়িয়ে পড়লে ব্যাংক কর্তৃপক্ষের অমানবিক আচরণের অভিযোগে বিতর্ক শুরু হয়।
ঘটনার এক দিন আগে গত ৯ জুন সকালে পুঞ্জিমাতা ব্যাংকে গেলে অ্যাকাউন্টের মালিক সশরীরে উপস্থিত না হলে পেনশনের টাকা দেওয়া যাবে না বলেন ম্যানেজার। পরে নিরুপায় হয়ে তাই খাটিয়ায় শয্যাশায়ী মাকে টেনে নিয়ে ব্যাংকে হাজির হন মেয়ে। তারপর ম্যানেজার তাদের হাতে পেনশনের অর্থ দেন।
এই অভিযোগের উত্তরে ব্যাংকের ম্যানেজার বলেন, ওই নারী ৯ জুন ব্যাংকে গেলে নথিপত্র যাচাই করতে একদিন সময় লাগবে বলে জানানো হয়। এই কারণে পরের দিন পুঞ্জিমাতার বাড়িতে নিজেই যাবেন বলে জানান ম্যানেজার।
ব্যাংকের ওই শাখা মাত্র একজন কর্মীকে সামলাতে হয় বলেই এই বিলম্ব। তবে তার অপেক্ষায় না থেকে পরের দিন মাকে নিয়ে ব্যাংকে হাজির হন পুঞ্জিমাতা-বলে জানায় ব্যাংক কর্তৃপক্ষ।
আনন্দবাজার/এফআইবি